Techshohor News Details

back

ক্যারিয়ারভিত্তিক ভার্চুয়াল সম্মেলন ‘ক্যারিয়ার কনফারেন্স-২০২০’ শুরু হতে যাচ্ছে মঙ্গলবার। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ রোগের কারণে পুরো আয়োজন ভার্চুয়ালি সম্পন্ন হবে।

৬৪ জেলা এবং ৬৪ টি আলাদা সেক্টরকে কেন্দ্র করে টানা ৬৪ দিন চলবে এ সম্মেলন। আয়োজকরা জানিয়েছেন, সারা পৃথিবী থেকেই আয়োজনটি দেখা যাবে। দেশী-বিদেশী ৫০০ এর বেশি বক্তা এবার ক্যারিয়ার কনফারেন্স- ২০২০ এ কথা বলবেন।

স্কিল ডেভেলপমেন্ট, বিজনেস গ্রোথ টেকনিক, উদ্ভাবন, চাকরির বাজারে নিজেকে প্রস্তুতকরণ, বাংলাদেশে উদ্যোগের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা, গেইম ডেভেলপমেন্ট, অনলাইন মাধ্যমের দ্বারা ব্যবসায়িক  কর্মকাণ্ড পরিচালনা, স্পেস সাইন্স, আইওটি, ডাটা সাইন্স, প্রোগ্রামিং, থিম ডেভলপমেন্ট, গ্রাফিক্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংসহ লোকাল এবং আন্তর্জাতিক বাজারে আইটি প্রফেশনালসদের চাকরির বাজার ও চাকরিতে সফলতার বিষয়ে আলোচনা হবে এই সম্মেলনে।

আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ  ইনোভেশন ফোরাম এর প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, সবার জীবনের একদম প্রথম থেকেই ক্যারিয়ারের একটি ভিশন থাকে। কিন্তু অনেকেই তার ক্যারিয়ারের মূল লক্ষ্যটাই ঠিক করতে পারেন না। আবার অনেকে লক্ষ্য নির্ধারণ করলেও লক্ষ্যে পৌঁছাতে করনীয় কী হবে তা বুঝতে পারেন না। এই সব সমস্যার সমাধানের জন্যই ক্যারিয়ার কনফারেন্স-২০২০।

তিনি আরো বলেন, চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষার্থী, নতুন উদ্যোক্তা, গবেষক, সকলের জানার জন্য এই সম্মেলনে বক্তারা কথা বলবেন। এছাড়াও নারী উদ্যোক্তাদের জন্য সম্মেলনে বিশেষ কিছু আয়োজনও থাকবে।

ভার্চুয়াল সম্মেলনটি ১৩ অক্টোবর শুরু হয়ে চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই লিঙ্ক থেকে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। তবে সকল আপডেট পেতে অংশগ্রহণকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে এই ঠিকানায়

আয়োজনে সব অংশগ্রহণকারীর জন্য থাকবে সার্টিফিকেট এবং বিশেষ পুরস্কার জেতার সুযোগ।