Blog Details

back

জন, রিক ও ড. হেরিস

জন, রিক ও ড. হেরিস । একজন প্রাক্তন অগ্নিনির্বাপক কর্মী একজন আইটি কন্সাল্টেন্ট ও একজন ডাক্তার। তিনজন এর এক্টাই মিল ভলান্টিয়ার গুহা ডুবুরী।

৯ দিন ধরে থাই সেনাবাহিনী যখন বাচ্চাদের খুজে হয়রান ঠিক তখনি ব্রিটিশ জন ও রিক গুহার প্রায় ২.৫ কিলোমিটার ভিতরে খুজে পান কোচসহ ১২ বাচ্চাকে, হেরিস তাদের হেলথ চেকাপ করে ও মানসিক চাপমুক্ত করেন । তাই  এই অভিযান এ তিন জনকে সুপার হিরো হিসাবে এনাউন্স করেছে থাই জনগন।

থাই সেনাবাহিনী সহ সব টিম এক সাথে  কাজ করার মানসিকতা, সবার চেস্টা ও টেক্নলজির ইউজ সব মিলে এই অসম্ভব রেস্কিউ সফল হয়েছে। 

থারমাল প্রযুক্তি ও রেডিও ফ্রিকোয়েন্সী রেস্কিউ মিশন এ টনিক হিসাবে কাজ করেছে। 
নিরাপদে ফিরে এসেছে বাচ্চারা জয় হয়েছে মানবতার।

10 Jul 2021