Samakal News Details

back

দেশের তরুণ উদ্ভাবনী কাজে সহযোগিতা দেবে লিডসফট বাংলাদেশ লিমিটেড। এ লক্ষ্যে বাংলাদেশ ইনোভেশন ফোরামের সঙ্গে এন্টারপ্রাইজ পার্টনার হিসেবে যুক্ত হয়ে সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় গত বুধবার প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা চুক্তিও হয়েছে। এ সময় লিডসফটের পক্ষে চিফ ইনফরমেশন অফিসার পাপিয়াস হাওলাদার এবং বাংলাদেশ ইনোভেশন ফোরামের আহ্বায়ক আরিফুল হাসান অপু চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিডসফটের ম্যানেজিং ডিরেক্টর শেখ আবদুল আজিজ, জেনারেল ম্যানেজার বিইএম মনজুর-ই-খুদা, প্রজেক্ট ম্যানেজার শামসুল হক, চিফ ফিনান্সিয়াল অফিসার মাসুদ পারভেজ, চিফ ইনফরমেশন অফিসার পাপিয়াস হাওলাদার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার খান সাদাত আনোয়ার, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য আমেনা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পাপিয়াস হাওলাদার বলেন, দেশে তথ্যপ্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে লিডসফট সর্বদা পাশে আছে। অন্যদিকে আরিফুল হাসান অপু বলেন, দেশব্যাপী তরুণদের বিজ্ঞান-প্রযুক্তিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে কারিগরি প্রোগ্রামের আয়োজন করছে। এই চুক্তির ফলে তরুণদের দিয়ে অনেক উদ্ভাবনী প্রকল্প তৈরি করা সম্ভব হবে।