Bangla Tribune News Details

back

শুরু হচ্ছে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ। প্রথমবারের মতো এ বছর একটি বাংলাদেশি প্রযুক্তি স্টার্টআপ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিতব্য স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। যেখানে ১০ লাখ ডলার বিনিয়োগ পুরস্কারের জন্য বিশ্বের প্রযুক্তি স্টার্টআপগুলো লড়বে। ওই স্টার্টআপকে নির্বাচন করতে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল ও ই-জেনারেশন যৌথভাবে এ প্রতিযোগিতা আয়োজন করছে।

‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০১৯, বাংলাদেশ পাওয়ার্ড বাই ইজেনারেশন’ শীর্ষক এই আঞ্চলিক প্রতিযোগিতার সহ-আয়োজক বাংলাদেশ ইনোভেশন ফোরাম (বিআইএফ), পার্টনার হিসেবে রয়েছে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব), টাই ঢাকা ও এন্ট্রপ্রেনারস অর্গানাইজেশন (ইও) বাংলাদেশ। আগামী ৬ এপ্রিল এই আঞ্চলিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের ৫টি সেরা স্টার্টআপকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে। আগ্রহীরা www.egeneration.co/fenoxswc লিংকে গিয়ে ২০ মার্চের মধ্যে নিবন্ধন করতে পারবেন।


স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০১৯, বাংলাদেশ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (৬ মার্চ) রাজধানীর ডেইলি স্টার কনফারেন্স হলে এক ‘মিট দ্য প্রেস’ এর আয়োজন করা হয়। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার ও ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিসিপিয়াব পরিচালক ওয়ালি উল মারুফ মতিন, ইজেনারেশন গ্রুপের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম, ইও বাংলাদেশের সভাপতি ফারজানা চৌধুরী, টাই ঢাকার সভাপতি রুবাবা দৌলা ও বাংলাদেশ ইনোভেশন ফোরামের (বিআইএফ) সভাপতি আরিফুল হাসান অপু।

শামীম আহসান বলেন, আমরা আন্তর্জাতিক প্রচার, আন্তর্জাতিক মেন্টরশিপ ও বিশাল অংকের পুরস্কার পেতে আগ্রহী উদ্ভাবনী সলিউশনের স্টার্টআপদের প্রতিযোগিতায় অংশ নিতে আহ্বান জানাচ্ছি। দেশের দারুন সব উদ্ভাবন ও প্রযুক্তি আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন এবং যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে চূড়ান্ত প্রতিযোগিতায় দেশকে তুলে ধরতে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য এটি একটি অসাধারণ সুযোগ।