Jugantor News Details

back

মহাকাশ নিয়ে কাজের বিভিন্ন দিক জানলেন দেশের দেড় হাজারের বেশি শিক্ষার্থী। বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং নাসা প্রবলেম সলভার বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত দ্বিতীয় স্পেস সামিট থেকে মহাকাশ সম্পর্কে জানেন তারা। শুক্রবার রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হওয়া দুই দিনব্যাপী ওই সামিট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশের শিক্ষার্থীদের স্পেস বা মহাকাশ সম্পর্কে জানানো। দুই দিনে দুটি কর্মশালা ও চার সেশনে ১৬টি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়। দেশে ও দেশের বাইরে থেকে প্রায় ২৪ বক্তা দুই দিনব্যাপী এ সামিটে বক্তব্য রাখেন।

প্রথম দিনে দিনব্যাপী গ্রাউন্ড স্টেশন মেকিং উইথ স্যাটেলাইট ট্র্যাকিং অ্যান্ড ইমেজ রিসিভিং নিয়ে ৩০ জনকে হাতে-কলমে একটি কর্মশালা করানো হয় এবং দ্বিতীয় দিনেও সিমুলেশন বেসড রকেট মেকিংয়ের ওপর হাতে-কলমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছিল মহাকাশে গবেষণা করার যন্ত্রপাতি নিয়ে একটি প্রদর্শনী। আর শনিবার ছিল ঘণ্টাব্যাপী চাঁদে মানুষ যাওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, দেশে মহাকাশ নিয়ে নাসার কাজ নিয়ে তরুণদের আগ্রহী করে তুলতেই আমাদের এ আয়োজন। এমন আয়োজন থেকেই একদিন আমরা মহাকাশ নিয়ে নানা ধরনের গবেষণা পাব। কাজ করার জন্য দেশের বিজ্ঞানী পাব। তিনি বলেন, নাসায় যারা কাজ করতে আগ্রহী তাদের একেবারে বেসিক কিছু কর্মশালা করানো হয় এমন আয়োজনে। আর থাকে বাস্তব জ্ঞান থাকা এমন কিছু মানুষের দিকনির্দেশনা। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।