Dhaka Post News Details

back

বিনিয়োগ প্রাপ্তির সম্ভাবনা নিয়ে সেমিনার ‘ইনভেস্টমেন্ট ফর বিজনেস গ্রোথ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) ‘বাংলাদেশ ইনোভেশন ফোরাম’ কর্তৃক আয়োজিত এ সেমিনার ঢাকার ভিশন ২০২১ টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

ব্যবসায় প্রবৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইটি প্রতিষ্ঠান গ্রাফিক্স পিপলের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইলাহি। তিনি বলেন, বিনিয়োগ পেতে হলে সূচক উন্নয়নের কোন বিকল্প নেই। সূচকের মাঝে রয়েছে কর্ম পরিবেশ, কর্ম দক্ষতা, ব্যবসায়িক উন্নতি এবং আগামীর কর্মপরিকল্পনা। সূচকের মান যদি ভালো হয় এবং একটি ব্যবসার যদি অভীষ্ট লক্ষ্য সুদূরপ্রসারী হয় তবেই একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠেন।

আয়োজনে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ ও উদ্ভাবন প্রতিষ্ঠায় ‘শতবর্ষে শত আশা’ ক্যাম্পেইনের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ৫টি উদ্যোগকে ১০০ কোটি টাকার তহবিল সহযোগিতা দেওয়ার কার্যক্রম শুরু করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড । ইতোমধ্যে ১৫টি কোম্পানিকে ৩৩ কোটি বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। আগামীতে এই বিনিয়োগ আরও বাড়বে। 

সামি আহমেদ বলেন, স্টার্টআপ বাংলাদেশ যেকোনো সম্ভাবনাময় উদ্যোগকে পরিপূর্ণ বাস্তবায়নের জন্য পাশে থাকবে। 
 
সমাপনী বক্তব্যে ‘বাংলাদেশ ইনোভেশন ফোরাম’র প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, কোভিড-পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বে শিল্প উৎপাদন খাতে পরিবর্তন এসেছে এবং একইসঙ্গে বেড়েছে প্রযুক্তির উপর নির্ভরতা। এসব পরিবর্তনের অগ্রাধিকার যাচাই এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিস্থিতি, সুযোগ, নীতি কাঠামোর সংস্কারে সবাইকে সচেতন করতেই এই আয়োজন করেছে ইনোভেশন ফোরাম।

সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশে ইনোভেশন ফোরামের পরিচালক শাহাদাত হোসেন রিয়াদ এবং সৈয়দ মাহমুদ মুসা। এটি আয়োজনে সহযোগী হিসেবে ছিল টেক টেরেইন আইটি লিমিটেড, রাইজ আপ ল্যাবস ও রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।