Blog Details

back

২০২৪ সালে চাঁদে যাওয়ার মিশন এনাউন্স করেছে নাসা

২০২৪ সালে চাঁদে যাওয়ার মিশন এনাউন্স করেছে নাসা, মিশনের প্রথমবারের মতো থাকছেন একজন নারী নভোচারী। বিভিন্ন কারনে এই মিশন অনেক গুরুত্বপূর্ণ তাই মিশনে গ্রাউন্ড স্টেশন, স্পেস লঞ্চ সিস্টেম,  লুনার স্পেসক্রাফট, লুনার লেন্ডার, গেটওয়ে, স্পেস স্যুট সবই রেডি হচ্ছে সবচেয়ে আধুনিক প্রযুক্তি দিয়ে। 


নাসার ওরিয়ন মহাকাশযান নভোচারীদের চাঁদের কক্ষপথে নিয়ে যাবে এবং সেফ লেন্ডিং এর জন্য   গেটওয়েতে স্থানান্তর করবে। ক্রুসহ পৃথিবীতে নিরাপদে  ফিরে আসবে ওরিয়ন, বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের ও  প্রচণ্ড তাপ সহ্য করার ক্ষমতা সহ  নির্মিত হচ্ছে এই মহাকাশযান।

10 Jun 2021