Blog Details

back

স্পেস এক্স এর ক্রু ড্রাগন -২ এর নতুন লঞ্চিং ডেট আগামী ৩০ মে

স্পেস এক্স এর ক্রু ড্রাগন -২  এর নতুন লঞ্চিং ডেট আগামী  ৩০ মে রাত ৩.২২ ( বাংলাদেশ সময় ৩০ মে   সন্ধ্যা ৭.২২)  মিনিটে ধরা হয়েছে, এর আগে  ২৭ মে সারা বিশ্বের মানুষ  যখন  রুদ্ধশ্বাসে উৎক্ষেপণ দেখার জন্য অপেক্ষা করছে কিন্তু  যাত্রা শুরু করার ঠিক ২০ মিনিট আগে খারাপ আবহাওয়ায় কারনে মিশন টি সাময়িক বাতিল করা হয়।  নাসা এস্ট্রোনট  বব বেনকেন এবং ডগ হারলে কে নিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে দিয়ে আবার তাদের নিয়েই ফিরে আসার কথা ছিল ক্রু ড্রাগন এর (কেপ্সুল টি পুনরায় ব্যবহারযোগ্য) , এই মিশন টি সফল হলে স্পেস এক্স খুব দ্রুতই বানিজ্যিক ভাবে স্পেস টুরিজম শুরু করার আরও এক ধাপ এগিয়ে যাবে।  ৭ সিটের এই কেপ্সুল এ এক্টি ছোট টয়লেট ও রয়েছে! এবারের মিশনে স্পেস সুট এর আলাদা কিছু  বৈশিষ্ট্য রয়েছে এছাড়াও মিশন কন্ট্রোল এর জন্য রয়েছে ৩ টি টাচ স্ক্রিন,  গ্লাভস দিয়ে এস্ট্রোনটরা  টাচ স্ক্রিন খুব ভালোভাবে  ব্যবহার করতে পারবেন। 
কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে যাওয়া কেপ্সুল আগামী ২৩ সেপ্টেম্বর নাগাদ ফিরে আসার কথা রয়েছে। 

28 May 2020