Blog Details

back

রোভার পারসিভারেন্স

এবারের মার্স মিশন এর উদ্দেশ্য এনসিয়েন্ট লাইফ, শিলা, মাটির সন্ধান করা এব জ্যোতির্বিজ্ঞান, প্রাচীন মাইক্রো বায়াল লাইফ, ভূতত্ত্ব ও অতীত আবহাওয়ার তথ্য কালেক্ট করার মধ্যে দিয়ে রেড প্ল্যানেটে মানুষ এর যাওয়ার পথ সুগম করা।

পারসিভারেন্স রোভারটি সিলড টিউবেও (বাতাস বা কোনো গ্যাস প্রবেশ করতে পারবে না এমন টিউব) নমুনা সংগ্রহ করে রাখবে। পরবর্তীকালে মানুষবাহী কোন মিশন গেলে, সংগ্রহ করা যাবে সেটি। এই রোভারটিতে রয়েছে ২৩টি ক্যামেরা, ২টি উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোফোন যা মঙ্গলের বাতাসের শব্দকেও ধরে রাখতে পারবে।

মঙ্গলে মানুষের বসবাসের জন্য প্রচুর গবেষণা চলছে রয়েছে প্রচুর বাধা কারন রেড প্লানেট মঙ্গলের বৈরী আবহাওয়ায় বেঁচে থাকাটাই হলো আসল চ্যালেঞ্জ। সেখানে রয়েছে তীব্র তেজস্ক্রিয়তায় যা প্রান হানি ঘটাতে পারে সহজেই, এছাড়া ও অ্যান্টার্কটিক অঞ্চলের চেয়ে তীব্র ঠান্ডা মঙ্গলের আবহাওয়া। তার ওপর মঙ্গলের বাতাসে কার্বন ডাই অক্সাইডের আধিক্য আর মঙ্গলের বায়ুমণ্ডলীয় চাপ খুবই কম হওয়ায় বাইরের তাপমাত্রার প্রভাবে আপনার রক্তচাপ অনেক বেড়ে যাবে, তাই এই গ্রহে ল্যান্ড করার পর কোনো মানুষই স্বাভাবিকভাবে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না।

18 May 2022