Blog Details

back

মার্স হেলিকপ্টার 'ইনজেনুইটি' কে প্রথম ফ্লাই করার চেস্টা

সবকিছু ঠিক থাকলে আগামী ৮ এপ্রিল মার্স হেলিকপ্টার 'ইনজেনুইটি' কে প্রথম ফ্লাই করার চেস্টা করা হবে, কন্ট্রোলড এয়ারক্রাফট টি রোবার পারসিভারেন্স এর পিঠে চড়েই গেছে  রেড প্লানেট এ, এবং অপেক্ষায় আছে ভিন্ন গ্রহে উড়ার। মঙ্গল গ্রহে হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য বিমান উড়তে পারে কিনা তা প্রমাণ করতে সেখানে  আছে ‘হেলিকপ্টার ইনজেনুইটি’। এছাড়া মঙ্গলের ভূমিতে ইমেজ ডাটা অ্যানালাইসিসের কাজও করবে কপ্টারটি।

১.৮ কেজি ওজনের সোলার পাওয়ার চালিত এই কপ্টারটিতে রয়েছে অত্যাধুনিক ওয়ারলেস সিস্টেম, সাধারণ হেলিকপ্টারের ব্লেড ৪৫০-৫০০ আরপিএম এ রোটেট করতে পারলেও ইনজেনুইটির রোটেশনাল স্পিড ২৪০০ আরপিএম! এছাড়াও রয়েছে কম্পিউটার, সেন্সর এবং দুটি ক্যামেরা।

হাই অল্টিটিউড এ হেলিকপ্টার ক্ষেত্রে ৪০০০০ ফিট ওয়ার্ল্ড রেকর্ড, প্লেন ৮৫০০০ ফিট, কিন্তু অবিশ্বাস্য ইনজেনুইটি ১ লক্ষ ফিট ( ৩০.৫ কিলোমিটার) উচ্চতায় ও ফ্লাই করতে পারে। এর কারণ মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় অনেক পাতলা। পৃষ্ঠের চাপ প্রায় ৬১০ পাস্কাল (০.০৮৮ পিএসআই) যা পৃথিবীর মানের ১% এরও কম!

মূল নিউজ

04 Jul 2020