Blog Details

back

মঙ্গলপৃষ্ঠে অবতরণ করেছে চীনের সিক্স হুইল মঙ্গলযান জুরং

প্রায় ৩২ কোটি কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করেছে চীনের সিক্স হুইল মঙ্গলযান জুরং। 
আমেরিকা,রাশিয়া ও ইন্ডিয়ার পর মহাকাশ গবেষনায় চীনের বড় ধরনের এচিভমেন্ট এই মিশন।
রেড প্লানেটে ৯০ মঙ্গল দিবস ঘুরে বেড়াবে রোবার জুরং, এই দীর্ঘ সময়ে নানা নমুনা সংগ্রহের পাশাপাশি করবে বরফের সন্ধান এছাড়াও খতিয়ে দেখবে মঙ্গলপৃষ্ঠের গঠন।

26 May 2021